সালমান শাহের সাথে অভিনয় করা সেই জল্লাদ এখন কেমন আছে?
সালমান শাহ অভিনীত "সত্যের মৃত্যু নাই" সিনেমার জল্লাদ এখন রাজশাহীতে অটোরিক্সা চালায়!
আজ সন্ধ্যায় বৃষ্টিতে একটি অটোরিক্সায় উঠতেই চালককে চেনা চেনা লাগছিলো, ইয়া বড় গোঁফ আর ভয়ংকর চেহারা।কথায় কথায় বললেন তার পরিবার ও কর্মজীবনের কথা।তিনি বাংলা সিনেমায় জল্লাদের অভিনয় করতেন এ ছাড়া সরকারের একটি বাহিনীতেও কর্মরত ছিলেন। এখন অবসরপ্রাপ্ত, ছবিও দেখালেন তার।সন্তানরা সবাই প্রতিষ্ঠিত।জিজ্ঞাসা করলাম এরপরও আপনি রিক্সা চালান কেন? তার উত্তরে আমি বিস্মিত না হয়ে পারলাম না।কতো ভালো মানসিকতার মানুষ তিনি।তিনি বললেন" আমার ঢাকায় প্লট আছে, রাজশাহীতে প্লট আছে, জমি আছে, সাথে পেনশন পাই কিন্তু এরপরও কেন বসে থাকবো। আয় করবো প্রয়োজনে গরিব মানুষদের সহযোগিতা করবো।সত্যি তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। ভালো থাকুক এই মানুষগুলো তবেই সমৃদ্ধি ও সুন্দর সমাজ গড়ে উঠবে।
বিঃদ্রঃ কোন কাজকেই ছোট করে দেখার কিছু নেই। সব কাজকেই সম্মান করা উচিত।দেশের উন্নতির সাথে সাথে আমাদের মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে।
No comments:
Post a Comment