নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভ ঠিক করার উপায় - ramimonan.blogspot.com

Breaking

ramimonan.blogspot.com

ramimonan.blogspot.com

Ads

Post Top Ad

Monday, July 22, 2019

নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভ ঠিক করার উপায়

নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভ ঠিক করার উপায়

 

আপনার  মেমোরি কার্ড কি নষ্ট হয়ে গেছে? অথবা মেমোরিতে জায়গা বা স্পেস কম দেখাচ্ছে?
তাহলে এই কন্টেন্টটি আপনার জন্য ।
নিচের প্রক্রিয়ায় সহজেই আপনার মেমোরি কার্ড টি ঠিক করতে পারবেন ।

১- প্রথমে  windows বাটন + R একসাথে চাপুন
২- তারপর RUN option টি আসবে । সেখান এ cmd লিখে Enter চাপুন ।


৩- Enter চাপলে নিচের  অপশন টি আসবে
৪- তারপর সেখানে লিখতে হবে "Diskpart" এবং Enter চাপতে হবে


৫- তাহলে নতুন একটি কমান্ড চালু হবে ।
৬- সেখানে লিখতে হবে List Disk (মাঝখানে Space আছে) এবং Enter চাপতে হবে ।
৭- তারপর আপনার কম্পিউটার এর সব মেমোরিগুলো show করবে ।
৮- সেখান থেকে আপনার মেমোরি বা পেনড্রাইভ টি আপনাকে শনাক্ত করতে হবে । শনাক্ত করার জন্য    আপনার মেমোরি কত জিবি সেটি খেয়াল রাখলেই হবে । যেমন এইখানে ১৬ জিবি পেনড্রাইভ আছে "Disk 2" তে । যদিও এটি ১৪ জিবি দেখাচ্ছে । অর্থাৎ ১৬ জিবির মধ্যে ১৪  জিবি সাপোর্ট করছে । এইখানে  Disk 2 টা আপনাকে মনে রাখতে হবে । আপনার কম্পিউটার এ disk number যত দেখাবে সেটি মনে রাখলেই হবে ।


৯- তারপর আবার লিখুন "Select Disk 2" মনে রাখবেন আপনার কম্পিউটার এ disk number যত দেখাবে select লিখে তারপর disk তত লিখতে হবে ।
আপনার মেমোরি যদি disk 1 এ থাকে তাহলে select disk 1 লিখতে হবে ।
তারপর  enter চাপতে হবে ।
১০- তারপর লিখতে হবে "clean" 
 তারপর আবার Enter  চাপতে হবে। Enter চাপলে আপনার মেমোরি টা Format হয়ে যাবে ।

১১- এখন My Computer এ গেলে এইরকম দেখতে পাবেন
১২- মেমোরি তে লেখা আছে Fat 32, এটি ঠিক করার জন্য আপনাদের windows 8  অথবা 10 থেকে "Windows" অপশন এ ক্লিক করতে হবে । তারপর "Disk management" এ ক্লিক করতে হবে । আর Windows 7 হলে My Computer এ Right বাটন ক্লিক করে manage অপশন এ ক্লিক করলেই Disk Management অপশন টি পেয়ে যাবেন ।


১৩- Disk Management এ ক্লিক করার পর আপনার মেমোরি তে Unallocated লেখা দেখতে পাবেন । তারপর সেখান এ Right বাটন এ ক্লিক করলে New Simple Volume অপশন দেখতে পাবেন ।
১৪- New Simple Volume এ ক্লিক করার পর সবগুলোতে next এ ক্লিক করে Finish করলেই মেমোরি ঠিক হয়ে যাবে ।
**** এইযে দেখুন মেমোরি ঠিক হয়ে গেছে

তারপরেও কোন সমস্যা হলে,

নিচের ভিডিওটি পুরোটা দেখুন, আশা করা যায় আপনার মেমোরি কার্ড টি ঠিক হয়ে যাবে 

মাত্র ৩ মিনিটের ভিডিও

 








1 comment: