Windows 7 বন্ধ হয়ে যাচ্ছে!!!!! - ramimonan.blogspot.com

Breaking

ramimonan.blogspot.com

ramimonan.blogspot.com

Ads

Post Top Ad

Tuesday, July 30, 2019

Windows 7 বন্ধ হয়ে যাচ্ছে!!!!!

Windows 7 বন্ধ হয়ে যাচ্ছে!!!!!

হ্যাঁ, আপনি ঠিক ই শুনেছেন । বন্ধ হয়ে যাবে Windows 7
Microsoft Corporation ঘোষণা দিয়েছে ২০২০ সালের ১৪ জানুয়ারীর পর তারা আর Windows 7 বাজারে ছাড়বে না । ইউজাররা আর নতুন কোন আপডেট পাবে না।
তবে যারা আগে থেকে Windows 7 ব্যাবহার করছেন তাঁদের জন্য আশার বাণী হল আপনারা আপনাদের Windows 7 ব্যাবহার করতে পারবেন । কিন্তু বাজার থেকে কিনতে পারবেন না।
 Microsoft Corporation জানিয়েছে বন্ধ হয়ে যাওয়া মানে হল Microsoft Windows 7 এর কোন আপডেট বাজারে ছাড়বে না। আবার Windows ব্যাবহার করতে গিয়ে ইউজাররা কোন Problem Face করলে Microsoft তার কোন সমাধান দেবে না। কম্পিউটার Security এর কোন Update আসবে না । এতে করে কম্পিউটার Virus দ্বারা আক্রান্ত হউয়ার ঝুঁকি বেড়ে যাবে যা কিছুটা হলেও ইউজারদের মনে চিন্তার ভাঁজ ফেলবে ।
২০০৯ সালে বাজারে আসার পর থেকে Windows Xp এর জায়গাটা ভালো মতোই দখল করেছিল Windows 7
কিন্তু Windows Xp এর মতোই প্রায় ১০ বছর পর Windows 7 এর রাজত্বের অবসান ঘটতে যাচ্ছে । এই খবর কিছুটা হলেও Windows প্রেমীদের মনে বেদনার জন্ম দেবে এতে সন্দেহ নেই।
উল্লেখ্য সব থেকে জনপ্রিয় ২ টি Operating System হল Windows Xp এবং Windows 7.
2020 সালের পর থেকে Windows 10 এর Regular Version বাজারে পাওয়া যাবে।
হয়তো নতুন কোন Operating System প্রযুক্তি দুনিয়ায় তার রাজত্ব প্রতিষ্ঠা করবে! সেই আশাতেই রয়েছেন প্রযুক্তি প্রেমীরা ।

 





No comments:

Post a Comment