পৃথিবীর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, ব্লগার ও লেখক “কিরজেইডা রডরিগুয়েজ ক্যান্সরে মারা যাওয়ার আগে লিখে যাওয়া একটি নোট। - ramimonan.blogspot.com

Breaking

ramimonan.blogspot.com

ramimonan.blogspot.com

Ads

Post Top Ad

Thursday, September 5, 2019

পৃথিবীর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, ব্লগার ও লেখক “কিরজেইডা রডরিগুয়েজ ক্যান্সরে মারা যাওয়ার আগে লিখে যাওয়া একটি নোট।

পৃথিবীর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, ব্লগার ও লেখক “কিরজেইডা রডরিগুয়েজ ক্যান্সরে মারা যাওয়ার আগে লিখে যাওয়া একটি নোট।


 Author: শফিকুর রহমান
০৫ সেপ্টেম্বর, ২০১৯ 






পৃথিবীর সবচেয়ে দামী ব্রান্ডের গাড়িটি আমার গ্যারাজে পড়ে আছে। আর- আমাকে বসে থাকতে হচ্ছে হুইল চেয়ারে।
নানান ডিজাইনের মূল্যবান কাপড়, জুতো এবং সুখকর জিনিসে আমার ঘর ভরপুর। আর এখন আমার শরীর ঢাকা থাকে হাসপাতালের দেয়া সামান্য একটা চাদরে।
আমার টাকা ব্যাংকে ভর্তি থাকলেও এখন সেই টাকা আমার কোনো কাজে লাগছে না।
প্রাসাদ সমতুল্য আমার বাড়ি থাকলেও আমি শুয়ে আছি হাসপাতালের টুইন সাইজের একটা রুমের বিছানায়।
আমি সর্ব সময় ফাইভ স্টার হোটেল হোটলে ঘুরে বেড়ালেও এখন আমার সময় কাটে হাসপাতালের এক পরীক্ষাগার থেকে আরেক পরীক্ষাগারে।
শত শত মানুষকে আমি অটোগ্রাফ দিতাম, আর আজ ডাক্তারের লেখা প্রেসক্রিপশানটাই আমার অটোগ্রাফ।
আমার চুলের সাজের জন্য সাতজন বিউটিশিয়ান থাকতো -আজ আমার মাথায় কোনো চুল নেই।
ব্যক্তিগত জেট প্লেনে আমি যেখানে খুশী সেখানে উড়ে যেতে পারতাম। এখন হাসপাতালের বারান্দায় যেতে আমার দুজন মানুষের সাহায্য নিতে হয়।
পৃথিবীব্যাপী নানান খাবারে ভরপুর থাকলেও, এখন দিনে দুটো পিল আর রাতে কয়েক ফোঁটা স্যালাইন আমার খাদ্য।
এই গাড়ী বাড়ি এই জেট বিমান আসবাবপত্র, এতো এতো ব্যাংক একাউন্ট, এতো সুনাম খ্যাতি, এগুলো কিছুই আর কোনো কাজে আসছে না। আর কোনো কিছুই আমাকে আর সামান্য আরাম দিতে পারে না।
শুধু মনে পরে- কিছু প্রিয় মানুষের মুখ, আর হতাশা, তাদের পেতে চাইলেও উপায় নাই। আছে ডাক্তার নার্সদের স্পর্শ।"
আজ পরিস্কার বঝতে পারছি মৃত্যুর চেয়ে চরম সত্যি আর কিছু নেই। (মূল সংগৃহীত)





No comments:

Post a Comment