হোয়াইট হাউজ সম্পর্কিত কিছু চমকপ্রদ তথ্য - ramimonan.blogspot.com

Breaking

ramimonan.blogspot.com

ramimonan.blogspot.com

Ads

Post Top Ad

Thursday, September 5, 2019

হোয়াইট হাউজ সম্পর্কিত কিছু চমকপ্রদ তথ্য

হোয়াইট হাউজ সম্পর্কিত কিছু চমকপ্রদ তথ্য 

 

 

  • জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউজের কাজ শুরু করলেও তিনি এখানে থাকতে পারেননি। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ১৭৯৯ সালে তিনি মারা যান। 
  • হোয়াইট হাউজকে প্রথম দিকে 'প্রেসিডেন্ট প্যালেস', 'প্রেসিডেন্ট হাউজ', 'এক্সিকিউটিভ ম্যানশন' ইত্যাদি নামে ডাকা হতো।  ১৯০১ সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে এর নাম ‘হোয়াইট হাউজ’ রাখেন। 
  • হোয়াইট হাউজের দেয়াল রঙ করার জন্য ৫৭০ গ্যালন রঙের প্রয়োজন হয়। 
  • স্থপতি জেমস হোবান নিজ দেশ আয়ারল্যান্ডের লেইনস্টার হাউজ থেকে অনুপ্রাণিত হয়ে হোয়াইট হাউজের নকশা করেন। ডাবলিনে এখনো হোয়াইট হাউজের এই 'জমজ' ভবনটি আছে। 
  • হোয়াইট হাউজ নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করে আফ্রিকান-আমেরিকান দাসরা। এছাড়া ইউরোপীয় অভিবাসীরাও কাজ করে এটি নির্মাণে। 
  • হোয়াইট হাউজে শুরুর দিকে হুইল চেয়ার নিয়ে প্রবেশের সুবিধা ছিল না। প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ছিলেন পোলিও রোগী। তিনি ১৯৩৩ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর হোয়াইট হাউজে হুইল চেয়ার নিয়ে প্রবেশের সুযোগ করে দেন।  




No comments:

Post a Comment