কল অব ডিউটিতে বাংলাদেশের পতাকা!!
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, কল অব ডিউটিতে রয়েছে বাংলাদেশের পতাকা। অনেকে হয়তো এই কথা শুনে ভ্রু কুঁচকে তাকাবেন, অনেকে আবার বলবেন আমি কল অব ডিউটির সবগুলা সিরিজ খেলেছি কিন্তু কখনওতো বাংলাদেশের পতাকা দেখলাম না। কিন্তু ব্যাপারটা হল আপনি এই ঘটনাটা মিস করে গেছেন ।
কল অব ডিউটির নাম শুনেননি এমন গেমার খুঁজে পাওয়া মুশকিল । কল অব ডিউটির "(Modern Warfare 3)" "মডার্ন ওয়ারফেয়ার ৩" এর একটি মিশনে রয়েছে বাংলাদেশের পতাকা। মিশনটির নাম "Walkthrough" । এইটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বিশাল গর্বের ব্যাপার । এই নিউজ বাংলাদেশি কল অব ডিউটি প্রেমীদের মনে শিহরণ জাগাবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই যারা ব্যাপারটি মিস করে গেছেন আর নিজের দেশের পতাকা দেখার আফসোস হচ্ছে তারা আবার "Walkthrough" মিশনটি খেলে দেখতে পারেন । মিশনটিতে 'ক্যাপ্টেন প্রাইস', গেম এর অন্যতম চরিত্র 'সোপ' কে বাচাতে প্রানপণে লড়াই করে । আর লড়াইয়ের মাঝখানে একপর্যায়ে বাংলাদেশের পতাকা দেখা যায় ।
No comments:
Post a Comment